চিঙ্গিশপুর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো শতাধিক স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ৪ জুলাই: – স্বনির্ভর গোষ্ঠীর সঙ্ঘ নেত্রীরা প্রায় ৩০ লক্ষ টাকার নয় ছয় করেছে। বিভিন্ন সরকারি কাজের কোন হিসাব দিচ্ছেন না। এমনকি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জমা করা টাকার হিসাবও দিচ্ছেন না তারা। এনিয়ে বারবার সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করার পরও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি সঙ্ঘ নেত্রীরা দেখাও করেন না স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে। অবশেষে বৃহস্পতিবার সকাল দশটার দিকে চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েত অফিসের মূল দরজায় তালা মেরে বালুরঘাট চিঙ্গিশপুর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় শতাধিক স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।

এদিকে পথ অবরোধ ও পঞ্চায়েত অফিসে তালা মারার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বালুরঘাট থানার পুলিশ ও স্বনির্ভর গোষ্ঠী দপ্তরের আধিকারিক। এদিকে সকাল দশটার সময় পথ অবরোধ করে বিক্ষোভকারীরা। দুপুর দুটার দিকে সেই অবরোধ ওঠে। এরপর শুরু হয় যানচলাচল। তবে পথ অবরোধ তুললেও এখনো পঞ্চায়েত খুলতে দেয়নি বিক্ষোভকারীরা বলেই খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *