হঠাৎ করেই এক ক্লাসরুমে দু-দুটি সাপ দেখতে পেয়ে ভয়ে সিঁটিয়ে পড়ে পড়ুয়া সহ শিক্ষক-শিক্ষিকারা।

0
228

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- স্কুলে ক্লাস চলছিল খুদে পড়ুয়াদের। ওই সময় হঠাৎ করেই ক্লাসরুমে দেখা মিলল দুদুটি সাপ। আর সাপ দেখামাত্রই ভয়ে রীতিমতো জড়োসড়ো হয়ে পড়ল খুদে পড়ুয়া সহ শিক্ষক-শিক্ষিকারা। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র কোরেই জোর চাঞ্চল্য ও আতঙ্ক ছড়াল মালদর গাজোলের হরিদাস প্রাথমিক বিদ্যালয়ে। জানা গেছে, গাজোল ১২নং জাতীয় সড়কের পাশেই রয়েছেই হরিদাস প্রাথমিক বিদ্যালয়। ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা খুদে পড়ুয়াদের ক্লাস নিচ্ছিলেন। ওই সময় হঠাৎ করেই এক ক্লাসরুমে দু-দুটি সাপ দেখতে পেয়ে ভয়ে সিঁটিয়ে পড়ে পড়ুয়া সহ শিক্ষক-শিক্ষিকারা। এই খবর যায় গাজোল অবর বিদ্যালয় পরিদর্শক ও বিডিও অফিসে। সেখান থেকে গাজোলের সর্পপ্রেমী জয়ন্ত চক্রবর্তীকে খবর দেওয়া হয়। তিনি খবর পেয়ে তড়িঘড়ি হরিদাস প্রাথমিক বিদ্যালয়ে ছুটে যান। এবং নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে খুব সহজেই সাপ দুটিকে উদ্ধার কোরে কিছুটা দূরের এক জঙ্গলে ছেড়ে দেন। তিনি জানান, যে সাপ দুটি উদ্ধার করা হয়েছে তা ঘরচিতি। যার কোন বিষ নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here