হিলি-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে অত্যাধুনিক মানে স্থলবন্দ তৈরি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই রাজ্য সরকার থেকে প্রায় 25 একর জমি চিহ্নিত করা হয়েছে। সেই চিহ্নিত এলাকা এদিন পরিদর্শনে যান উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পাশাপাশি ওই স্থলবন্দরের পাশে তৈরি হবে বালুরঘাট হিলি সম্প্রসারিত রেলপথের হিলি রেলস্টেশন। এদিন তিনি দুটি জায়গায় পরিদর্শন করেন হিলি সীমান্তের আপতৈর এলাকায়।
উল্লেখ্য, হিলি সীমান্তে ইতিমধ্যেই রয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট ও ল্যান্ড পোর্ট। আমদানি রপ্তানি সহ দুই দেশের নাগরিকেরা ভারত বাংলাদেশ যাতায়াত করেন। কেন্দ্র সরকারের প্রকল্প অনুযায়ী প্রতিটি ইমিগ্রেশন সেন্টার এবং স্থলবন্দর আরো উন্নতমানের করার জন্য হিলিতে নতুন করে জমির প্রয়োজন হয়। ইতিমধ্যেই রাজ্য সরকার জমি চিহ্নিত করেছে। সেই এলাকা এদিন পরিদর্শনে যান সুকান্ত মজুমদার।
উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, নতুন ইমিগ্রেশন চেকপোস্ট তৈরি হলে। দেশের আমদানি বাণিজ্য এখান দিয়ে আরো বেশি করে হবে। ফলে দেশের আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি সহ স্থানীয় ও জেলার মানুষ উপকৃত হবেন। পাশাপাশি হিলি পর্যন্ত রেল সম্প্রসারণের কাজ শেষ হয়ে গেলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে ।