পুরনো কালভার্ট ভেঙে দেওয়া হলেও নতুন করে নির্মাণ করা হয় নি, সমস্যায় সাধারণ মানুষ।

0
229

নিজস্ব সংবাদদাতা, মালদা:—পথে চলাচলের জন্য রাস্তা আছে। কিন্তু নেই কোন কালভার্ট।জল নিকাশীর ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টির জেরেই সেই রাস্তা দিয়ে যাতাযাতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন প্রায় ৫টি গ্রামের মানুষ।এই ছবি দেখা গেল মালদার চাঁচল-২ নম্বর ব্লকের অন্তর্গত ভাকরি গ্রাম পঞ্চায়েতের রামপুর বাঁধপাড়া এলাকায়। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, প্রায় ২.৫০ কিলোমিটার রাস্তা কয়েক মাস আগে জেলা পরিষদের আরআইডিএফ এর তহবিল থেকে রামপুর ঠগ্না মোড় হতে রানিকামাত পর্যন্ত কাজ শুরু হয়। কিছু দিন আগে রাস্তার কাজ সম্পন্ন হয়েছে।কিন্তু সেই রাস্তার মধ্যে একটা কার্লভার্ট ছিল যেটি ভেঙে নতুন করে করার কথা ছিল। কিন্তু প্রায় অনেক দিন হলো সেই কালভার্টের নির্মাণ হয়নি।

রামপুর গ্রামের বাসিন্দা আবদুল জলিল বলেন,নতুনভাবে রাস্তায় মাটি পড়েছে। কিন্তু পুরনো কালভার্ট ভেঙে দেওয়া হলেও নতুন করে নির্মাণ করা হয় নি।এই কয়েক দিন ধরে বর্ষার জন্য রাস্তা দিয়ে যাতাযাতার সমস্যা হচ্ছে। প্রায় ৫টি গ্রামের মানুষের একমাত্র ভরসা সেই রাস্তাটি।এদিন খবর পেয়ে জেলা পরিষদের সদস্য রেহেনা পারভীন গ্রামবাসীদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন।চাঁচল-২ ব্লকের বিডিও শান্তনু চক্রবর্তি বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here