পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন কমানসিক ভারসাম্যহীন ত্রিপুরাবাসী নাবালককে তার বাড়িতে পৌঁছে দেওয়ার প্রস্তুতি নিল ।

0
207

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ত্রিপুরার বাড়িতে ফিরিয়ে দেওয়ার সুব্যবস্থা নাবালক হিমানকে।মানসিক ভারসাম্যহীন ত্রিপুরাবাসী নাবালককে তার বাড়িতে পৌঁছে দেওয়ার প্রস্তুতি নিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ।গত ২৬ শে নভেম্বর ২০২৩ , কলকাতা গামি হলদিয়ার বাস থেকে উদ্ধার করা হয়েছিল এই নাবালককে ।দুর্গাচক থানা এই নাবালককে উদ্ধার করে হলদিয়ার সমাজ কল্যাণ পর্ষদ বা গান্ধী আশ্রমে উন্মেষ জুভেন আইন জাস্টিস হোমে আবাসিকদের সাথে রাখা হয়েছিল ।তার পরিচয় জানার জন্য ৮ মাস অপেক্ষা করলো জেলা প্রশাসন । আধার কার্ডে বায়োমেট্রিক পরীক্ষার পর জানতে পারা যায় তার বাড়ি ত্রিপুরায় ।বাড়ির পরিবারের সঙ্গে কথা হয় । গত ১ সপ্তাহ ধরে তার বাড়িতে ফিরে যাওয়ার জন্য প্রশাসনিক কাজকর্ম শুরু হয় । রবিবার ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দিল হিমান। বর্তমানে তার বয়স ১৫ । তার বাড়ির সাথে যোগাযোগ করে জানা যায় , প্রায় এক বছরও আগেই বাড়ি থেকে উধাও মানসিক ভারসাম্যহীন হিমান ।সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটি জানালেন হোমের সুপারিনটেনডেন্ট প্রদীপ কুমার পাত্র ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here