বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের ধাদিকা গ্রামের মানুষজন একত্রিত হয়ে একটি হনুমানজীর মূর্তি স্থাপন করেন এবং সেটির প্রাণ প্রতিষ্ঠার জন্য পুজো অর্চনার আয়োজন করেন।

0
36

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:-  গ্রামের এবং দেশের সকলের মঙ্গলকামনায় বজরং বলীর মূর্তি স্থাপন করে প্রতিষ্ঠা করল গ্রামবাসীরা। বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের ধাদিকা গ্রামের মানুষজন একত্রিত হয়ে একটি হনুমানজীর মূর্তি স্থাপন করেন এবং সেটির প্রাণ প্রতিষ্ঠার জন্য পুজো অর্চনার আয়োজন করেন। সকালে স্থানীয় ধাদিকাশিনী সিংহবাহিনী মন্দিরের সন্নিকটে পুকুর থেকে জল নিয়ে সেখানে পুজো দিয়ে কলস যাত্রার মাধ্যমে জল নিয়ে আসেন গ্রামের পুরুষ ও মহিলারা। দিন ভোর চলে পুজো অর্চনা। দুপুরে নরনারায়ণ সেবার আয়োজন করা হয়। এদিনের এই নর নারায়ন সেবায় এলাকার বহু মানুষ অংশগ্রহণ করেন। এদিনের এই ধর্মীয় অনুষ্ঠান কে কেন্দ্র করে গ্রামের মানুষজনের এবং এলাকার ধর্মপ্রাণ মানুষজনের আনন্দ উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আয়োজকরা কি জানালেন শুনে নিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here