দূর দুরান্তের বিভিন্ন জেলা থেকে আজও মহিলারা আসেন সর্বমঙ্গলা মন্দিরে বিপত্তারিণী পুজো উপলক্ষে।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ-বিপত্তারিণী পুজো ও ব্রত পাঠ করলে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়, তার মধ্যে অন্যতম পুজোর আগের দিন থেকে নিরামিষ ভোজন করার বিধি। এছাড়া ১৩টি করে লুচি ফল নিবেদন করার রীতিও আছে, তবে পুরোহিত দের কথায় সেই রীতি বর্তমানে অনেকটাই ফিকে হয়ে পড়েছে অর্থনৈতিক সংকটের কারণে। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে রয়েছে প্রাচীন, জাগ্রত মন্দির, সর্ব মঙ্গলা মন্দির। বর্ধমানের রাজার আমল থেকে বিপত্তারিণী পুজো হয়ে আসছে আজও। আজ মঙ্গলবার বিপত্তারিণী পুজো ও ব্রত,আর সেই উপলক্ষে মহিলাদের ভিড় রয়েছে চোখে পড়ার মতো। সর্ব মঙ্গলা মন্দিরে পুজোর আয়োজন থেকে শুরু করে পুজো বিধিতে রয়েছে বিশেষ নিয়ম। সংসার ও সন্তানের মঙ্গল কামনায় ও সব বিপদ থেকে রক্ষা করার প্রার্থনা করেন মহিলারা। দূর দুরান্তের বিভিন্ন জেলা থেকে মহিলারা আসেন সর্বমঙ্গলা মন্দিরে বিপত্তারিণী পুজো উপলক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *