মূল্যবৃদ্ধি রোধে ময়দানে নামল পূর্ব বর্ধমান জেলা পরিষদ।

0
202

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-কাঁচা শাক সবজির মূল্যবৃদ্ধি রোধে ময়দানে নামল পূর্ব বর্ধমান জেলা পরিষদ। পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে শুরু হল ন্যায্য মূল্যের অস্থায়ী হাট। বিগত কয়েকদিন যাবত যেভাবে বৃদ্ধি পেয়েছে কাঁচা সবজি তাতে চরম সমস্যা সাধারণ মানুষজন। জনসাধারণের স্বার্থে, কাঁচা সবজির মূল্য বৃদ্ধি রোধে তড়িঘড়ি প্রশাসনিক বৈঠকও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশ দেওয়া হয় কেন বৃদ্ধি পাচ্ছে কাঁচা সবজির দাম! নজর দেওয়া হোক প্রতিটা জেলার সব্জির বাজারে। কাঁচা সবজির মূল্যবৃদ্ধি রোধে বেশ কিছু দাওয়াই দেন মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন নাসিক থেকে পেঁয়াজ না এনে বাংলার পেঁয়াজ কিনতে হবে, পেঁয়াজ রপ্তানের আগে রাজ্যের চাহিদা মেটাতে হবে, আলু রাজ্যের বাইরে যাচ্ছে কিনা লক্ষ্য রাখতে হবে বর্ডারে, ২৫ শতাংশ আলু কোল্ড স্টোরেজে রেখে বাকি আলুর ছেড়ে দেওয়া নির্দেশও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষকদের থেকে সরাসরি চাল কেনার ধাঁচে সবজি কেনার পক্ষেও সওয়াল করেন তিনি। এমনকি বাজারে সিআইডি, পুলিশ, আইবির নজরদারি চলবে বলেও হুশিয়ারি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মুখ্যমন্ত্রী নির্দেশ মোতাবেক কাঁচা সব্জি সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করার উদ্যোগ নিল পূর্ব বর্ধমান জেলা পরিষদ। এক কথায় বলাই যায় অসাধু ব্যবসায়ীদের হাত থেকে জনসাধারণকে রক্ষা করার দায়িত্ব নিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here