নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন পুরাতন মালদার সাহাপুর অঞ্চলের রায়পুরের জোত গোবিন্দপুর এলাকার বাসিন্দারা।

0
207

নিজস্ব সংবাদদাতা, মালদা:--দীর্ঘ ৪০ বছর ধরে রাস্তার অবস্থা বেহাল বারবার অঞ্চল দপ্তর সহ বিভিন্ন দপ্তরে জানানো সত্ত্বেও হয়নি কোনো সুরাহা, বিগত কয়েকদিনের বৃষ্টিতে রাস্তা উপর চলাচলের অবস্থা খুবই খারাপ পরিনাম বাধ্য হয়ে বিখুদ্দ হয়ে নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন পুরাতন মালদার সাহাপুর অঞ্চলের রায়পুরের জোত গোবিন্দপুর এলাকার বাসিন্দারা। সোমবার সকাল আনুমানিক সাড়ে নটা নাগাদ এদিন বাসের ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখান তারা। অভিযোগ বর্ষা হলেই এক হেটু জল চলাচলের অযোগ্য হয়ে পড়ে। রাস্তায় কাদা হয়ে পড়ে সেই এলাকায়। প্রায় এক কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল। ঘরবন্দী হয়ে থাকেন তারা। স্কুলের বাচ্চাদের কেউ পাঠাতে সমস্যার মুখে পড়তে হয় তাদের। প্রায় কয়েক হাজার মানুষজন ভুক্তভোগী হন জানিয়েছেন আন্দোলনকারীরা। রাস্তা যদি সঠিক না হয় অবরোধ চালিয়ে যাবেন জানান তারা। টানা এক ঘন্টা ধরে চলে অবরোধ এবং অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়েই ঘটনায় ফলে পৌঁছায় মালদা থানার পুলিশ এবং খবর পেয়ে ছুটে আসেন সাহাপুর অঞ্চলের উপপ্রধান লাল বাহাদুর ঘোষ এবং সংশ্লিষ্ট অঞ্চল সদস্য সানুয়ার হোসেন। পুলিশি হস্তক্ষেপে এবং উপ প্রধানের আশ্বাসে অবরোধটি তুলে নেন। এদিন উপস্থিত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উপপ্রধান লাল বাহাদুর ঘোষ রাস্তা খারাপের অবস্থা তিনি স্বীকার করে নেন এবং আগামী দু-একদিনের ভিতরেই রাবিস দিয়ে কাজ হবে। রাস্তা সাংসন হয়ে আছে বলে জানিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here