চন্দ্রকোনারোডে চন্দ্রকোনারোড আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে চন্দ্রকোনারোড শহরে খোলা হলো ন্যায্য মূল্যে আলু বিক্রয় কেন্দ্র।

0
132

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বর্তমান সবজি বাজারে আলুর দাম অগ্নি মূল্য, এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন কম দামে যাতে আলু বিক্রি করে বিক্রিতারা, সেই কথা মাথায় রেখে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনারোডে চন্দ্রকোনারোড আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে চন্দ্রকোনারোড শহরে খোলা হলো ন্যায্য মূল্যে আলু বিক্রয় কেন্দ্র,যেখানে প্রতি কেজি আলুর দাম মুখ্যমন্ত্রীর নির্দেশে ২৮ টাকা নির্ধারিত করা হয়েছে, চন্দ্রকোনারোড আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক বাপি খামরুই জানিয়েছেন আগামী দিনেও এই ন্যায্য মূল্যে আলু বিক্রয় কেন্দ্র খোলা থাকবে, অন্যদিকে জেলা আলু ব্যবসায়ী সমিতির সভাপতি অসিত পাল জানিয়েছেন আগামী দিনে জেলার বিভিন্ন প্রান্তে খোলা হবে ন্যায্য মূল্যে আলু বিক্রয় কেন্দ্র, তবে প্রথম দিনে এই কেন্দ্রে উপস্থিত হয়ে যথেষ্ট সাধুবাদ জানিয়েছে BDO দীপাঞ্জন ভট্টাচার্য এবং পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা, এছাড়াও উপস্থিত ছিলেন শ্যামাপ্রসাদ মুলা,লক্ষণ রানা,শশাঙ্ক শেখর মাল,স্বপন চন্দ্র খা, হরে কৃষ্ণ দে সহ অন্যান্য আলু ব্যবসায়ী সমিতির সদস্যরা, তবে প্রথম দিনে আলু ব্যবসায়ী সমিতির এই ন্যায্য মূল্যে আলু বিক্রয় কেন্দ্রে এসে আলু কিনে যথেষ্ট খুশি হয়েছে ক্রেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here