এবারও যথার্থভাবে মহরম উৎসব পালন ও মহরমের লাঠি খেলা দেখানো হয় দক্ষিণ দিনাজপুর জেলার তপনে।

0
54

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- তপন থানার অন্তর্গত বাসুরিয়া গ্রাম এর পীরবাবা সাহেব এর মাঠে মহরম উপলক্ষে মেলা অনুষ্ঠিত হলো। প্রত্যেক বছর এই দিনটিতে মুসলিম সম্প্রদায়ের মানুষরা মহরম উৎসব পালন করেন। এবারও যথার্থভাবে মহরম উৎসব পালন ও মহরমের লাঠি খেলা দেখানো হয় দক্ষিণ দিনাজপুর জেলার তপনে। লাঠি খেলা দেখতে দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ ভিড় করেন।বাসুরিয়া মুসলিম সম্প্রদায়ের জিয়ারুল মিয়া জানান, এই মেলা প্রায় ৩০০-৪০০ বছর ধরে হয়ে আসছে। যারা এই খেলা দেখাছে তাদের মালদহ জেলা থেকে আনা হয়েছে। এই মেলা বড় করে তপন ব্লকের রামপাড়া চেচড়া তে হয়,তারপর ই এই মেলা বাসুড়িয়াতে অনুষ্ঠিত প্রতিবছর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here