বাংলাদেশের বুকে ঘটে চলা ছাত্র আন্দোলনের সমর্থন জানিয়ে সংহতি মিছিল AIDSO বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবং গোপ কলেজ ইউনিটের পক্ষ থেকে।

0
294

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বৃহস্পতিবার মেদিনীপুর ছাত্র সংগঠন AIDSO বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবং গোপ কলেজ ইউনিটের পক্ষ থেকে বাংলাদেশের বুকে ঘটে চলা ছাত্র আন্দোলনের সমর্থন জানিয়ে সংহতি মিছিল হয়। কোটার ভিত্তিতে নয় মেধার ভিত্তিতে সমস্ত রকম সুযোগ-সুবিধা প্রদান এবং কোটা সংস্কার করার দাবিতে বাংলাদেশের বুকে সমস্ত স্কুল,কলেজ ইউনিভার্সিটি থেকে ছাত্র সমাজ এবং সে দেশের জনগণ এক অভূতপূর্ব আন্দোলনে সামিল হয়েছে। সেই আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ হয়ে শহীদের মৃত্যুবরণ করেছে ৬ জন ছাত্রছাত্রী এবং আহত পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী। সেই সকল শহীদদের স্মরণে আজ গোপ কলেজ থেকে একটি মিছিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় পর্যন্ত হয় বিশ্ববিদ্যালয়ের সম্মুখে শহীদ বেদীতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্র সংগঠনের AIDSOর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলী সদস্যা এবং পশ্চিম মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলার সম্পাদিকা কমরেড তনুশ্রী বেজ এরপর সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন AIDSO পশ্চিম মেদিনীপুর উত্তর সংগঠনিক জেলার জেলা সম্পাদক মন্ডলী সদস্য কমরেড সুমন পাল ও সুভাষ কুন্ডু।এবং এই সংহতি জ্ঞাপন হিসাবে একটি স্বাক্ষর সংগ্রহের কর্মসূচি নেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here