বৃহস্পতিবার ভোরে তেভাগা এক্সপ্রেস ট্রেনে চেপে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন দক্ষিণ দিনাজপুর ৪৪৩ জন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক।

0
141

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: – কলকাতার শহীদ সমাবেশে যোগ দিতে দক্ষিণ দিনাজপুর জেলার রেল স্টেশনগুলিতে নামল মানুষের ঢল। বালুরঘাট, গঙ্গারামপুর, বুনিয়াদপুর রেল স্টেশন থেকে শ’য়ে শ’য়ে তৃণমূল কর্মীরা ট্রেনে চেপে রওনা হলেন কলকাতা অভিমুখে। বুধবার সন্ধ্যার পর বৃহস্পতিবার ভোরে চেপে প্রচুর তৃণমূল কর্মী সমর্থক রওনা হন কলকাতা অভিমুখে। দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে বুধবার ২৬৫ জন তৃণমূল কর্মী সমর্থক দক্ষিণ দিনাজপুর জেলা থেকে কলকাতা অভিমুখে রওনা হয়েছিলেন যারা ইতিমধ্যেই কলকাতার শিবিরে পৌছে গেছেন। এবং বৃহস্পতিবার ভোরে তেভাগা এক্সপ্রেস ট্রেনে চেপে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন দক্ষিণ দিনাজপুর ৪৪৩ জন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক। বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রীতম রাম মন্ডল হ কলকাতার অভিমুখে রওনা হবেন।
অশোক মিত্র চেয়ারম্যান বালুরঘাট পৌরসভা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here