তিন ক্লাসে ৮১ জন পড়ুয়ার শিক্ষক এক জন ।

0
199

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- হিন্দি মাধ্যমের বান্দাপানি টি জি হিন্দি জুনিয়র হাইস্কুলে মাত্র একজন শিক্ষক। অথচ এই বিদ্যালয়ে তিন ক্লাসে ৮১ জন পড়ুয়া। ৮১ জন পড়ুয়াকে পড়ানোর জন্য রয়েছে মাত্র এক জন শিক্ষক। দীর্ঘ ১২ বছর থেকে এভাবেই চলছে এই বিদ্যালয়। এবার স্কুলে আরো শিক্ষক নিয়োগের দাবিতে জেলা প্রশাসনের দ্বারস্থ হল ওই বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। জেলা সদরে এসে শিক্ষক নিয়োগের দাবিতে জেলা শাসককে স্মারকলিপি দিয়েছে স্কুলের ছাত্র ছাত্রীরা। এদিন স্কুল ছাত্র ছাত্রীদের সঙ্গে এলাকার স্বেচ্ছাসেবী দীপাঞ্জলি বাকলাও জেলা শাসকের কাছে স্মারকলিপি দিতে হাজির ছিলেন। ক্লাস ফাইভের ছাত্রী পিপা লাকড়া বলেন, “ আমাদের স্কুলে মাত্র একজন শিক্ষক। অংক, ভুগোল , বিজ্ঞান সহ অন্যান্য বিষয়ের শিক্ষক প্রয়োজন। সেই দাবি নিয়েই এদিন আমরা জেলা শাসকের কাছে স্মারকলিপি দিয়েছি। এভাবে আমাদের পড়াশোনা হচ্ছে না। আমরা পড়তে চাই।” বিষয়টি নিয়ে ডি আই (হাই) আশানুল করিম বলেন, “ স্কুল সার্ভিস কমিশন হাইস্কুলে শিক্ষক নিয়োগ করে। তারা নিয়োগ না করলে আমাদের তেমন কিছু করার থাকে না সাধারনত। তবুও বিষয়টি আমি উর্ধতন কর্তৃপক্ষের নজরে আনবো।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here