ফলস মামলার জামিন হতে বর্ধমান এসেছিলাম, জানালেন দিলীপ ঘোষ।

0
43

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-পূর্ব বর্ধমান জেলার, বর্ধমান এক ব্লকের রায়ান এক গ্রাম পঞ্চায়েতের কপি বাগান এলাকায় বিগত লোকসভা ভোটের সময় এক রকম রণক্ষেত্র হয়ে ওঠে। রণক্ষেত্র হয়ে ওঠে তৃণমূল বিজেপি দলের মধ্যে দিয়ে। দিলীপ ঘোষের নিরাপত্তা রক্ষীর মাথা ফেটে যায় বলেও জানা গিয়েছিল সেই সংঘর্ষের জেরে। সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের হয় দিলীপ ঘোষের নামে। শুক্রবার ১৯ জুলাই সেই মামলার জামিন হতে বর্ধমান আদালতে আসেন বিজেপি নেতা তথা প্রাক্তন সংসদ দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, শহর বর্ধমানের কপি বাগান এলাকায় আমাদের কর্মীকে মারধর করা হয়, আমার গাড়ি ভাঙচুর হয়, কিন্তু আমার নামে মামলা করা হয় তৃণমূলের তরফে, আমি সেই ফলস মামলার জামিন হতে বর্ধমান এসেছিলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here