রেঞ্জার সুকান্ত ওঝার গাড়ি আটকে দিল এমপ্লিজ অ্যাসোসিয়েশনের কর্মীরা, বৃহস্পতিবার সকাল থেকেই এনিয়ে চাঞ্চল্য ছড়ায় বন দপ্তরে।

0
42

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ১৯ জুলাই:- বদলির সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছেন সরকারি কাঠের তৈরি বিভিন্ন সামগ্রী ও আসবাবপত্র। এমন অভিযোগ তুলে বালুরঘাট বন দপ্তর থেকে বদলি হওয়া রেঞ্জার সুকান্ত ওঝার গাড়ি আটকে দিল এমপ্লিজ অ্যাসোসিয়েশনের কর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকেই এনিয়ে চাঞ্চল্য ছড়ায় বন দপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশি হস্তক্ষেপে ছাড়া হয় রেঞ্জারের গাড়ি। এদিকে এদিন বিকেলে৷ বালুরঘাট থানায় ১০ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন বদলি হওয়া রেঞ্জার৷ এদিকে অভিযোগ পেতেই ঘটনার তদন্তে নামে বালুরঘাট থানার পুলিশ।

প্রসঙ্গত, সদ্য বদলি হয়েছেন বালুরঘাট ফরেস্ট ডিভিশনের রেঞ্জার সুকান্ত ওঝা। বাঁকুড়াতে বর্তমানে বদলি হয়েছেন তিনি। তাই আজ সকালে বাকুড়ার উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল তার। এদিকে যখন বালুরঘাট বনদপ্তর থেকে বেরোবেন সেই সময় তার গাড়ি আটকে দেওয়া হয়। যাতে বদলি হওয়া রেঞ্জারের আসবাবপত্র ও সামগ্রী ছিল। সেই পিক আপ ভ্যান অফিস থেকে বের হতেই তা আটকে দেওয়া হয়। অভিযোগ, ওই রেঞ্জার গাড়ি করে অবৈধ কাঠের নির্মিত আসবাবপত্র নিয়ে যাচ্ছে। এমনকি গাড়ির কোন অবৈধ কাগজ নেই। যা নিয়েই তার গাড়ি আটকে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here