প্রতিবেশী দেশ বাংলাদেশের চলমান আন্দোলনকে সংহতি জানিয়ে সারা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি সম্মিলনী’র পক্ষ থেকে যে সাংস্কৃতিক উদ্যোগের কর্মসূচি নেওয়া হয়েছে।

0
1453

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- প্রতিবেশী দেশ বাংলাদেশের চলমান আন্দোলনকে সংহতি জানিয়ে সারা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি সম্মিলনী’র পক্ষ থেকে যে সাংস্কৃতিক উদ্যোগের কর্মসূচি নেওয়া হয়েছে, তারই অঙ্গ হিসেবে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের আলোকন সাহিত্য পত্রিকা, তূর্যতান সংগীত গোষ্ঠী, সম্বিত নাট্য গোষ্ঠী, নির্ঝর আবৃত্তি গোষ্ঠী,হিন্দোল নৃত্য গোষ্ঠীর উদ্যোগে শহীদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
উপস্থিত ছিলেন সারা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি সম্মিলনীর অন্যতম সদস্য সৌভিক ভট্টাচার্য,
উপস্থিত ছিলেন আলোকন সাহিত্য পত্রিকার সদস্য ও এই সংহতি অনুষ্ঠানের মূল বক্তা সুভাষ কুন্ডু। এছাড়াও উক্ত সাংস্কৃতিক সংগঠন গুলির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। গান, আবৃত্তি,নাচ ও সাংস্কৃতিক কর্মীকান্ডের মধ্যে দিয়ে সংহতি জ্ঞাপন সম্পন্ন হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here