মালদা, নিজস্ব সংবাদদাতাঃ :—জাতীয় সড়কের ধারে অবৈধ নির্মাণ এবং দখল মুক্ত করতে অভিযানে নামলো চাঁচল ন্যাশনাল হাইওয়ে ডিভিশন। মঙ্গলবার দিন মালদার চাঁচল-হরিশ্চন্দ্রপুর ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে কনুয়া বাজার এলাকায় আর্থ মুভার মেশিন দিয়ে রাস্তার ধারে জাতীয় সড়ক এর জমিতে থাকা একটি পরিত্যক্ত জলধার এবং ব্যক্তিগত বাড়ির জবরদখল করে থাকা কিছু অংশ মুক্ত করা হয়।গোলমাল ঠেকাতে মোতায়েন করা হয় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী।উপস্থিত ছিলেন জাতীয় সড়ক কর্তৃপক্ষের ইঞ্জিনিয়াররা।ওই এলাকায় জাতীয় সড়ক সম্প্রসারণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল জলাধার এবং ব্যক্তিগত বাড়ির জবরদখল করে থাকা কিছু অংশ।এদিন আর্থ মুভার দিয়ে সেগুলি ভেঙে ফেলা হয়।এই প্রসঙ্গে ন্যাশনাল হাইওয়ে ডিভিশনের চাঁচল মহকুমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আসিফ ইকবাল মোল্লা জানান,আজকে কনুয়া বাজার এলাকার একটি রাস্তার জমির উপর থাকা পরিত্যক্ত জলের ট্যাংকি এবং ব্যক্তিগত একটি বাড়ির জবরদখল করে থাকা কিছু অংশ খালি করা হলো। আগামী তো আমাদের এই অভিযান চলবে।