গাজোল ব্লক কমিটির পক্ষ থেকে জমি সংক্রান্ত বিষয় সহ একাধিক দাবি দাওয়া নিয়ে গাজোল স্থানীয় ভূমি এবং ভূমি সংস্কার দপ্তর কে ডেপুটেশন দেওয়া হল।

0
105

নিজস্ব সংবাদদাতা, মালদা : – মালদার গাজোলে ভারত জাকাত মাঝি পরগনা গাজোল ব্লক কমিটির পক্ষ থেকে জমি সংক্রান্ত বিষয় সহ একাধিক দাবি দাওয়া নিয়ে গাজোল স্থানীয় ভূমি এবং ভূমি সংস্কার দপ্তর কে ডেপুটেশন দেওয়া হল।একটি র‍্যালি মধ্যে দিয়ে এসে উপস্থিত হয় গাজোল স্থানীয় ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরে।
এদিন উপস্থিত ছিলেন ওই সংগঠনের জেলা সহসভাপতি তাপস মার্ডি, ছাড়াও অন্যান্যরা । সংগঠনের তরফে জানান তারা মিছিল করে ওই অফিসে গিয়ে ডেপুটেশন জমা দেন। তাদের অভিযোগ, আদিবাসীদের জন্য অন্যায় ভাবে রেকর্ড করা হচ্ছে। শুধু তাই নয়, আদিবাসীদের জমি যারা বেআইনি ভাবে ক্রয় করেছে, সেই জমিগুলো কি ফিরিয়ে দেওয়া, ষড়যন্ত্র করে জমি থেকে উচ্ছেদ করা যাবে না সো একাধিক দাবিতে তারা ক্ষোভ উগরে দেন। এছাড়াও তাদের ১১ দফা দাবি দাবা যদি না মেনে নেয় আগামী দিনে বৃহত্তম আন্দোলনে সামিল হবেন বলে জানান আদিবাসী সাঁওতাল ভারত জাকাত মাঝি পরগনার কর্তারা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here