বাংলাদেশে কারফিউ থাকায়, বাংলাদেশ সরকার পণ্য আমদানি এই মুহূর্তে বন্ধ রেখেছে।

0
92

নিজস্ব সংবাদদাতা, হিলি, দক্ষিণ দিনাজপুর:- ছাত্র আন্দোলনের ঘটনায় বাংলাদেশ কারফিউ বলবৎ থাকায়, আর্থিক ক্ষতির সম্মুখীন ভারতের রপ্তানি কারকরা। গতকাল থেকেই দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে আমদানি – রপ্তানি বন্ধ রয়েছে ভারত – বাংলাদেশের মধ্যে। শুধুমাত্র পেঁয়াজ, কাঁচালঙ্কা জাতীয় কাঁচামাল রপ্তানি হলেও অন্যান্য পণ্য রপ্তানি একেবারেই বন্ধ রয়েছে। বাংলাদেশের রপ্তানির জন্য বিভিন্ন পণ্য নিয়ে হিলি সীমান্তে দাঁড়িয়ে রয়েছে সারিসারি লরি। তবে বাংলাদেশে কারফিউ থাকায়, বাংলাদেশ সরকার পণ্য আমদানি এই মুহূর্তে বন্ধ রেখেছে। ভারতের ব্যবসায়ীদের ‘অন রিকোয়েস্ট’ -এ শুধুমাত্র কাঁচামাল জাতীয় পণ্য আমদানি করছে বাংলাদেশ। ফলে অন্যান্য পণ্যের ক্ষেত্রে দুদিন থেকে দাঁড়িয়ে থাকা লরি গুলির খরচ বেড়ে যাওয়ায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন ভারতের রপ্তানি কারকরা।

অন্যদিকে বাংলাদেশে নেট পরিষেবা বন্ধ থাকায়, সার্ভার বসে যাওয়ায়, ব্যাংকিং সহ অন্যান্য কাজকর্ম করতে পারছেন না রপ্তানি কারকেরা। এমনকি নেট না থাকায় বাংলাদেশের আমদানি কারকদের সাথে ঠিকমতো যোগাযোগ করতে পারছেন না ভারতীয় রপ্তানি কারকরা বলে জানান, হিলি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রাজেশ কুমার আগরওয়াল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here