কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে ব্লক অফিসে স্মারকলিপি প্রদান করল ঠিকাদার সংগঠনের সদস্যরা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- MGNRREG র কাজের বকেয়া প্রাপ্য টাকা পাওয়ার দাবি তুলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে ব্লক অফিসে স্মারকলিপি প্রদান করল ঠিকাদার সংগঠনের সদস্যরা। শুক্রবার দাঁতন ২ ব্লকের বিডিওর হাতে তুলে দেওয়া হয় ডেপুটেশন পত্র। সংগঠনটির দাবি গত ২০২০-২১ আর্থিক বর্ষে দাঁতন ২ পঞ্চায়েত সমিতি ও ব্লকের ৭টি গ্রাম পঞ্চায়েতের এমজিএনআরইজিএর বিভিন্ন প্রকল্পের কাজে টেন্ডার মোতাবেক সামগ্রী সরবরাহ করেছিল ঠিকাদারেরা। কিন্তু দীর্ঘ প্রায় চার বছর ধরে সেই সামগ্রীর প্রাপ্য অর্থ বকেয়া রয়েছে। যার পরিমাণ প্রায় ৩২ কোটি টাকা। শুক্রবার সেই প্রাপ্য বকেয়া টাকা পাওয়ার দাবি তুলে দাঁতন ২ ব্লকের বিডিও অভিরূপ ভট্টাচার্যের হাতে তুলে দেওয়া হয় স্মারকলিপি। সংগঠনের সম্পাদক শেখ খলিলুর রহমান বলেন, কেন্দ্র সরকারের আমাদের রাজ্যকে বঞ্চনার কারণে গত ২০২০- ২১ আর্থিক বর্ষে আমাদের ব্লকে থাকা প্রায় ১৫০ জন ঠিকাদারের প্রায় ৩২ কোটি টাকা বকেয়া রয়েছে। অবিলম্বে সেই টাকা আমাদেরকে দিতে হবে। আর তা না হলে আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে এগিয়ে যাব। সভাপতি অভিষেক দত্ত বলেন আমরা টেন্ডার মোতাবেক কংক্রিট রাস্তা সহ একাধিক নির্মাণ কাজে সামগ্রী সাপ্লাই করেছিলাম। দীর্ঘ চার বছর ধরে এই বিপুল পরিমাণ টাকা বকেয়া থাকায় পাওনাদারেরা আমাদের বাড়ি বাড়ি আসছে। ফলে আমরা খুব সমস্যার মধ্যে পড়েছি। অবিলম্বে আমাদের এই প্রাপ্য টাকা দেওয়ার জন্য রাজ্য সরকারকে অনুরোধ জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *