দক্ষিণ দিনাজপুর হকার্স ইউনিয়ন “উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবিতে ” বিক্ষোভ।

0
61

নিজস্ব সংবাদদাতা: বালুরঘাট, ২৬ জুলাই – সি আই টি ইউ অনুমোদিত দক্ষিণ দিনাজপুর হকার্স ইউনিয়ন “উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবিতে ” বিক্ষোভ দেখিয়ে বালুরঘাট পৌরসভায় ডেপুটেশন দিল। বৃহস্পতিবার দুপুরে বালুরঘাটের বিভিন্ন স্তরের হকার সহ সি আই টি ইউ নেতৃত্ববৃন্দ বালুরঘাট হাইস্কুল মাঠে জমায়েত হয়ে মিছিল শুরু করে।হকারদের মিছিল শহরের রাস্তা অতিক্রম করে বালুরঘাট পৌরসভার গেটে এসে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভ চলাকালীন হকার্স ইউনিয়নের জেলা সম্পাদক প্রদীপ বসু বলেন রাস্তা বা সরকারি জায়গা দখল করে ব্যাবসা করার পক্ষপাতী আমরাও নই। কিন্তু দীর্ঘদিন ধরে যারা রাস্তার ধারে ব্যাবসা করে সামান্য আয় করে দিনযাপন করছে তাদের উচ্ছেদের আগে পুনর্বাসন দিতে হবে। তিনি বলেন প্রতিটি হকারকে রেজিষ্ট্রেশন সহ পরিচয় পত্র দিতে হবে, ২০১৪ সালের কেন্দ্রীয় হকার্স আইনকে মান্যতা দিতে হবে, হকারদের উৎসব ভাতা, সামাজিক সুরক্ষা সহ সাত দফা দাবিতে ঘন্টা খানেক বিক্ষোভ দেখিয়ে পৌরসভার চেয়ারম্যানের নিকট ডেপুটেশনের স্মারক লিপি দেওয়া হয়। এদিন হকারদের ডেপুটেশনে উপস্থিত ছিল ইউনিয়নের জেলা সভাপতি প্রদীপ বসু, শ্রমিক নেতা অপূর্ব সেন, অসিম মন্ডল, কালি ব্যানার্জি প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here