মুখোমুখি দুটি ডাম্পারের সজোরে ধাক্কা, গুরুতর আহত এক ডাম্পার চালক।

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- প্রবল বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা ঘটল বাঁকুড়ার বড়জোড়ায়। আজ দুপুরে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কে বড়জোড়া চৌরাস্তার অদূরে দুটি ডাম্পার মুখোমুখি সজোরে ধাক্কা মারলে ঘটনায় গুরুতর জখম হন এক ডাম্পার চালক। আহত চালককে উদ্ধার করে প্রথমে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এদিন দুপুরের পর থেকে। মূষলধারে বৃষ্টি শুরু হয় বাঁকুড়ার বড়জোড়া এলাকায়। বৃষ্টিতে দৃশ্যমানতা একেবারে কমে আসে। এইসময় বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কে পরস্পরের অভিমুখে চলে আসে দুটি ডাম্পার। স্থানীয়দের দাবী দুটি ডাম্পারেরই গতি বেশি থাকায় গতি নিয়ন্ত্রণ ক্লনা করতে পেরে একে অপরকে মুখোমুখি ধাক্কা মারে ডাম্পার দুটি। প্রবল শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত এক ডাম্পার চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এই ঘটনার জেরে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *