আমলের মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী র প্রয়াণ, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- প্রয়াত রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী। কিছুদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। চিকিৎসা চলছিল এসএসকেএম হাসপাতালে । শনিবার সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

চলতি মাসেই বিশ্বনাথ চৌধুরী ক্যানসার আক্রান্ত হন। গত সপ্তাহে তাঁর অসুস্থতার খবর পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এসএসকেএমে চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করেন। ১৬ জুলাই এসএসকেএমে ভর্তি করানো হয় প্রাক্তন মন্ত্রীকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় এদিন তাঁর মৃত্যু হয়।

বাম আমলের মন্ত্রী ছিলেন বিশ্বনাথ চৌধুরী। আট বার বালুরঘাট থেকে আরএসপির টিকিটে বিধায়ক হিসেবে নির্বাচিত হন। ১৯৮৭ থেকে ২০১১ সাল পর্যন্ত রাজ্যের কারা ও সমাজকল্যাণ দপ্তরের দায়িত্বে ছিলেন তিনি। ১৯৭৭ সালে প্রথমবার বিধায়ক হন। ২০১১ সালে তৃণমূলের শংকর চক্রবর্তীর কাছে পরাজিত হন। ২০১৬ সালে ফের শংকরবাবুকে হাড়িয়েই বিধায়ক হয়েছিলেন বিশ্বনাথ বাবু।

আরএসপির সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য জানিয়েছেন, প্রয়াত প্রাক্তন মন্ত্রীর মরদেহ বালুরঘাটে নিয়ে যাওয়া হবে। সেখানে শেষকৃত্য সম্পন্ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *