ছোট্ট বাচ্চার চিকিৎসার জন্য এগিয়ে এলো বারাঙ্গা মুসলিম ওয়েলফেয়ার ট্রাস্ট।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- এই যেন নিষ্ঠুর পরিহাস। জন্ম থেকেই কিডনি রোগে আক্রান্ত এক সন্তান। ছ বছর বয়স থেকেই ধরা পড়ে এই রোগ। বর্তমানে পঞ্চম শ্রেণীর ছাত্র সে। চিকিৎসার জন্য প্রচুর খরচ। বাবা-মা অসহায় ভাবে ফিরছেন বিভিন্ন মানুষের দোরে দোরে। সেই ছোট্ট বাচ্চার চিকিৎসার জন্য এগিয়ে এলো বারাঙ্গা মুসলিম ওয়েলফেয়ার ট্রাস্ট।পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এলাকায় গড়ে ওঠা এইচ সেচ্ছাসেবী সংস্থা কয়েকদিন ধরে পথ চলা শুরু করলেও কয়েকজন বন্ধু মিলে সমাজসেবা করার জন্য প্রয়াসী। কর্মসূত্রে তারা থাকেন বিদেশে। তবু দেশের সাধারণ মানুষের জন্য তাদের মন কেমন করে। যেসব গরিব মানুষেরা অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না ও যারা বিভিন্ন রোগে আক্রান্ত অভাব অনটন তাদের বেঁচে থাকার প্রতিবন্ধকতা তাদের পাশে তারা বারে বারে ছুটে চলেছেন। রান্না ঘরের বারান্দার মুসলিম ওয়েলফার ট্রাস্টেড সদস্যরা আজ অর্থাৎ শনিবার অসুস্থ এক শিশুর পরিবারের হাতে আর্থিক সাহায্য প্রদান করলো। সাধারণ মানুষকে জল প্রদানের সাথে সাথে সমাজ সেবায় ব্রতী হলো। সংস্থার সদস্যরা জানালেন আগামী দিনে তারা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবেন। গরিব মানুষের সাহায্যে যেমন তারা এগিয়ে আসবেন অন্যদিকে সমাজের রক্ত সংকট মেটানোর জন্য রক্তদান কর্মসূচি ও গরিব অসুস্থ মানুষদের সাহায্যের জন্য বারে বারে তারা এগিয়ে আসবেন। রামনগরের বারাঙ্গার এই যুবকরা কেউ কর্মসূত্রে থাকেন জাপানে কেউ থাকেন আমেরিকায় কেউ থাকেন অস্ট্রেলিয়ায়। বিদেশে কর্মসূত্রে থাকলেও দেশের গরীব সাধারণ মানুষের কথা তারা ভোলেনি।
তারা গরীব অসহায় ও চিকিৎসা না করতে পারা পরিবারের পাশে দাঁড়াতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *