নির্দেশিকা ছাড়াই সেন্টার বন্ধ রাখার প্রতিবাদে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীকে ঘিরে বিক্ষোভ।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—- নিয়মিত ডিম না দেওয়া,
নিম্নমানের খাবার ও যখন তখন কোনও নির্দেশিকা ছাড়াই সেন্টার বন্ধ রাখার প্রতিবাদে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।ঘটনাটি ঘটেছে শনিবার হরিশ্চন্দ্রপুরের ছত্রক গ্রামে।অভিযোগ উঠেছে ওই কেন্দ্রের কর্মী জবা দাসের বিরুদ্ধে।অভিযোগ,সেন্টার থেকে
বাচ্চাদের ভালো মানের খাবার দেওয়া হয় না।কেন্দ্রে কর্মী আসার নিদির্ষ্ট কোনো সময় নেই।প্রায়ই দেরি করে আসেন। সকালে বাচ্চারা টিফিনের কৌটো নিয়ে কেন্দ্রে যায়।কর্মী না থাকলে ছেলেরা খেলতে চলে যায়।পরে তারা কেন্দ্রে গেলে খাবার দেওয়া হয় না।অঙ্গনওয়াড়ি কর্মী ছেলেমেয়েদের নজরে রাখেন না।যখন তখন অঙ্গনওয়াড়ি কেন্দ্র ছুটি দেওয়া হয়। বাচ্চারা অনেকদিনই খাবার পায় না।
কর্মীকে বলতে গেলে তিনি কোনও ভ্রূক্ষেপ করেন না।উল্টে নোংরা ভাষায় গালিগালাজ করেন।বাড়ি থেকে কাপড়ের পুঁটলিতে চাল,ডাল ও সব্জি বেঁধে নিয়ে আসেন সেন্টারে।তিন দিন ভাত ও তিন দিন খিচুড়ি দেওয়ার নিয়ম থাকলেও মাসে দুই থেকে তিনদিন ভাত দেন।বাকি সব দিন খিচুড়ি দেওয়া হয়।খিচুড়ি শুধু লবণ ও হলুদ দিয়ে রান্না করা হয়।যা শিশুরা কখনো মুখে তুলতে পারে না। মাসের বেশিরভাগ সময় সেন্টার বন্ধ রাখা হয়। সেন্টারের কর্মীর বদলের দাবি তুলে সরব হন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *