নিজস্ব সংবাদদাতা, মালদহ:- ওবিসি সার্টিফিকেট বাতিলের প্রতিবাদে ওয়েল ফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পশ্চমবঙ্গ শাখা মালদহ,মুর্শিদাবাদ,নদীয়া,উত্তর দিনাজপুর সহ বেশ কয়েকটি জেলা নিয়ে মালদহ কলেজ অডিটোরিয়ামে গণ কনভেনশনে দলের পক্ষ থেকে রাজ্যসরকার কে চরম হুশিয়ারী দেওয়া হল। সোমবার দুপুরে ভিড়ে ঠাসা অডিটোরিয়ামে দলের সর্বভারতীয় সভাপতি বলেন,হাইকোর্টের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। এর পাশাপাশি উনি বলেন রাজ্যসরকার ওবিসি সংরক্ষণ নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে সেটা বিধানসভাতে বিল পাশ করিয়ে আনা উচিত ছিল। রাজ্যসরকারের কাছেও আমরা দলের পক্ষ থেকে এই দাবী রাখছি। দলের রাজ্য সম্পাদক বলেন, হাজার হাজার ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে হাইকোর্ট। এটা রাজ্য সরকারের ভুলের জন্যে হয়েছে। সুপ্রিমকোর্টে আবেদন করলেও রাজ্য সরকার সেখানেও হারবে। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। আজকে আমরা হল ঘরে সভা করলাম এরপর রাজ্যজুড়ে রাস্তাতে আন্দোলন করব। দলের সর্বভারতীয় সভাপতি বলেন বাংলাদেশে চাকরী ক্ষেত্রে সংরক্ষণ বাতিলের দাবীতে যে আন্দোলন হচ্ছে সেটার যুক্তি আছে। কিন্তু আমরা যে সংরক্ষণ পুনঃবহালের দাবী নিয়ে আন্দোলন করছি সেটার প্রেক্ষিত সম্পূর্ণ আলাদা।
ওয়েল ফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পশ্চমবঙ্গ শাখা মালদহ,মুর্শিদাবাদ,নদীয়া,উত্তর দিনাজপুর সহ বেশ কয়েকটি জেলা নিয়ে মালদহ কলেজ অডিটোরিয়ামে গণ কনভেনশনে দলের পক্ষ থেকে রাজ্যসরকার কে চরম হুশিয়ারী দেওয়া হল।

Leave a Reply