নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর:- পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার যশোড়া কালিবাজার থেকে রাধা বল্লভপুর পর্যন্ত যাওয়ার প্রায় দীর্ঘ ৯ কিলোমিটার রাস্তার বেহাল দশা। এই রাস্তা দিয়ে বিভিন্ন যাত্রীবাহী ট্রেকার সহ মোটর বাইক সাইকেল সহ স্কুলের ছাত্র-ছাত্রীদের যাতায়াত। কিন্তু দীর্ঘ বছর ধরে একই ছবি দেখা যাচ্ছে রাস্তার জরাজীর্ন অবস্থা। যার ফলে আজ কাঠের গুড়ি ফেলে পথ অবরোধ করে রাস্তার ওপর জমা জলের উপর ধান রোপন করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। এখানকার সাংসদ দেব কথা দিলেও কথা রাখেনি এমনটাই অভিযোগ তাদের। শুধু পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া নয় পাশাপাশি জেলা পশ্চিম মেদিনীপুরের ঘাটালের মানুষ জনেরও যাতায়াত এই রাস্তা দিয়ে। বেশির ভাগই ব্যবসায়ী থেকে শুরু করে স্কুল ছাত্র ছাত্রীরা যাতায়াত করে এই রাস্তার উপর দিয়ে। যার ফলে আজ বিক্ষোভ দেখাচ্ছে তারা।