নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ- কেঁচো খুড়তে কেউটে উঠে এল পুলিশের হাতে, একটি বাইক চুরির তদন্তে নেমে চুরি হওয়া ১৪ টি বাইক আটক, গ্রেফতার আন্ত:জেলা বাইক চুরি চক্রের পান্ডা সহ তিন।
কেঁচো খুঁড়তে গিয়ে এবার কেউটে উঠে এল পুলিশের হাতে। বাঁকুড়ার ইন্দাস থানার রোল গ্রাম থেকে খোয়া যাওয়া একটি বাইক চুরির ঘটনার তদন্তে নেমে চুরি যাওয়া মোট ১৪ টি বাইক উদ্ধার করল পুলিশ। বাইক চুরির সঙ্গে যুক্ত আন্ত:জেলা বাইক চুরি চক্রের পান্ডা সহ গ্রেফতার করা হয়েছে মোট ৩ জনকে।
বাইক চুরির তদন্তে বড়সড় সাফল্য পেল বাঁকুড়া জেলা পুলিশ। গত ২৩ জুলাই বাঁকুড়ার ইন্দাস থানার রোল গ্রামের এক বাসিন্দার বাড়ি থেকে চুরি যায় একটি বাইক। লিখিত অভিযোগ পেতেই ঘটনার তদন্তে নামে পুলিশ। সিসি ক্যামেরা র ছবি ও বিভিন্ন সূত্রের খবরের ভিত্তিতে পরের দিনই পুর্ব বর্ধমানের মেমারি এলাকা থেকে সজল মন্ডল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে ইন্দাস থানার পুলিশ। তার হেফাজত থেকে বেশ কয়েকটি বাইক উদ্ধার হয়। সজল মন্ডলকে নিজেদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় যুক্ত বিষ্ণু মন্ডল নামের এক ব্যক্তিকে খন্ডঘোষ থেকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকেও উদ্ধার করা হয় বেশ কয়েকটি চুরির বাইক। বিষ্ণুকে জিজ্ঞাসাবাদ করে সোমনাথ বোস নামের এই চক্রের আরো একজনের হদিশ পায় পুলিশ। গতকাল রাতে অভিযান চালিয়ে সোমনাথ বোসকে গ্রেফতার করে তার হেফাজত থেকেও একাধিক বাইক উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে এই চক্রের কাছ থেকে মোট ১৪ টি চুরি যাওয়া বাইক উদ্ধার করা হয়েছে বাইকগুলি মূলত চুরি করা হয়েছিল বাঁকুড়ার ইন্দাস, পাত্রসায়ের ও পুর্ব বর্ধমান জেলার মেমারি ও খন্ডঘোষ থানা এলাকা থেকে। গোটা চক্রের মূল পান্ডা ছিল সজল মন্ডল। সোমনাথ বোস এর দায়িত্ব ছিল চুরি যাওয়া বাইকের জন্য মল্লিকবাজার এলাকা থেকে নতুন নম্বর প্লেট তৈরী করে আনা। একটি বাইক চুরির তদন্তে নেমে মাত্র সাত দিনের মধ্যে গোটা চক্রকে গ্রেফতারের পাশাপাশি ১৪ টি চুরি যাওয়া বাইক উদ্ধারকে বড়সড় সাফল্য হিসাবেই দেখছে বাঁকুড়া জেলা পুলিশ।
Leave a Reply