দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ভাটিণ্ডা এক্সপ্রেসে চরম দুর্ভোগের শিকার যাত্রীরা। এদিন সোমবার বিকাল পাঁচটার সময় ট্রেনটি ছাড়ার কথা থাকলেও সেটি রাত ১১ঃ০০ টা বাজলেও ছাড়েনি। এই নিয়ে সংবাদমাধ্যমের সামনে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা। জানা গেছে এই ট্রেনটি প্রায় প্রতিদিনই লেট করে বালুরঘাট স্টেশন থেকে ছাড়ছে। ট্রেনটি বালুরঘাট থেকে দিল্লি হয়ে ভাটিন্ডা যায়। লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের বিজেপি সরকার বহু ঘটা করে দিল্লি যাওয়ার জন্য এই ট্রেনটি চালু করেছিল বালুরঘাট স্টেশন থেকে। তারপর থেকে প্রায় প্রতিদিনই এই ট্রেনটি দেরি করে বালুরঘাট স্টেশন থেকে ছাড়ে। যাত্রীরা বহুবার রেল দপ্তরের কাছে ট্রেনটি ঠিকঠাক সময় ছাড়ার জন্য আবেদন করলেও তাদের আবেদনের কোনো কর্ণপাত করা হয়নি বলে অভিযোগ। এই নিয়ে সাধারণ যাত্রীরা সংবাদমাধ্যমের সামনে ঠিক কি বলল তা আমরা শুনব তাদের মুখ থেকেই।