পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- এস ইউ সি আই কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কমরেড শিবদাস ঘোষের স্মরণ দিবস উপলক্ষে আগামী পাঁচই আগস্ট রানী রাসমণি এভিনিউতে দুপুর দুটো থেকে স্মরণসভার আয়োজন করা হয়েছে সেই স্মরণ সভা অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করতে এবং যাতে বেশি সংখ্যক এস ইউ সি আই কমিউনিস্ট পার্টির কর্মীরা যেতে পারেন এবং ভালোভাবে অনুষ্ঠানটিকে করা যায় তার জন্য আজ বর্ধমান শহরের কার্জন গেট চত্বরে একটি বুক স্টল করা হয় এবং সাধারণ মানুষের থেকে কিছু আর্থিক সাহায্য নেওয়া হয়। আজকের এই বুক স্টলে এস এ সি আই কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কমরেড শিবদাস ঘোষের সম্পর্কিত বই বিক্রি করা হয়।
রানী রাসমণি এভিনিউতে দুপুর দুটো থেকে স্মরণসভার আয়োজন করা হয়েছে সেই স্মরণ সভা অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করতে সভা।

Leave a Reply