নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান ঃ-২৫ শে জুলাই বর্ধমান পৌরসভার তরফে একটি প্রশাসনিক বৈঠক হয় এবং সেই বৈঠকে সরকারি জায়গা দখলমুক্ত অভিযানের দিনক্ষণ ধার্য হয়। পাশাপাশি আগস্টের কত তারিখ থেকে কোন কোন এলাকায় দখলমুক্ত অভিযান চলবে সেই সমস্ত বিষয়গুলিও পরিষ্কার করা হয়। পৌরসভার বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী পহেলা আগস্ট অভিযান চলে বর্ধমান শহরের বর্তমান হাসপাতাল সংলগ্ন এলাকা নার্স কোয়াটার এলাকা সহ কৃষ্ণসায়ের পার্ক এলাকায়। দখলমুক্ত অভিযান হতেই পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকারকে ঘিরে ধরে কান্নায় ভেঙে পড়েন স্থানীয় বেশ কয়েকজন দোকানদার। কোন কোন দোকানদার বিক্ষোভ দেখাতে থাকেন, তাদের দাবি পুনর্বাসন না দিয়েই দোকান ভাঙ্গা হলো, এখন আমরা কি করব কোথায় যাব। বর্ধমান পৌরসভার এক কাউন্সিলর শ্যামাপ্রসাদ ব্যানার্জি বলেন, পহেলা আগস্ট থেকে দ্বিতীয় পর্যায়ের দখলমুক্ত অভিযানে নামা হয় বর্ধমান পৌরসভার তরফ থেকে। বর্ধমান শহরে যাতায়াত এবং যানবাহন চলাচলের প্রচুর অসুবিধা সৃষ্টি হচ্ছে সরকারি জায়গায় থাকা হকারদের জন্য, প্রাথমিকভাবে সেই সমস্ত জায়গা গুলি আমরা দখলমুক্ত করার চেষ্টা করছি।