রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহরের একটি বেসরকারি আবাসনে CITU গড়বেতা এক নম্বর ব্লক সমন্বয় কমিটির উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়।

কলকাতায় বাম সংগঠনের CITU কাউন্সিল অধিবেশন, গড়বেতাতে ব্লক সমন্বয় কমিটির উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আগামী ৯ই আগস্ট কলকাতায় বাম সংগঠনের CITU কাউন্সিল অধিবেশন, সেই উপলক্ষে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহরের একটি বেসরকারি আবাসনে CITU গড়বেতা এক নম্বর ব্লক সমন্বয় কমিটির উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়,জানা গিয়েছে এই দিন তিনটি বিভাগ মিলিয়ে মোট ৮০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে এই বসে আঁকো প্রতিযোগিতায়,এই দিন উপস্থিত CITU ছিলেন রাজ্য কমিটির সদস্য দিবাকর ভূঁইয়া,শিক্ষক নির্মাল্য সরকার,আনন্দময় মুখার্জি,CITU জেলা কমিটির সদস্য দেবব্রত সিংহ, সরফরাজ খান,জিয়ারুল খান সহ CITU ব্লক সমন্বয় কমিটির সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *