শিক্ষার মূল্যবোধ বিষয়ের উপর সার্টিফিকেট কোর্স শুরু হলো।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ২রা আগস্ট শুক্রবার দুপুরে বালুরঘাট বি.এড কলেজে দিলীপ ধর অডিটোরিয়াম হলে একটি অনুষ্ঠানের মাধ্যমে উত্তরবঙ্গের মধ্যে সর্বপ্রথম শিক্ষার মূল্যবোধ বিষয়ের উপর সার্টিফিকেট কোর্স শুরু হলো। এই সার্টিফিকেট কোর্সটি বালুরঘাট বি. এড কলেজ এবং কলকাতার রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস এবং সাংস্কৃতিক কেন্দ্রের যৌথ উদ্যোগে শুরু হলো এবং কোর্সের শেষে মূল্যায়নেরও ব্যবস্থা থাকবে। মূল্যায়নের পর কলকাতার রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস এবং সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে শংসাপত্র দেওয়া হবে। প্রতি সপ্তাহে মঙ্গলবার এবং বৃহস্পতিবার বিকেল তিনটে থেকে সাড়ে চারটে পর্যন্ত মোট দেড় ঘন্টা করে অনলাইন ক্লাস হবে। মোট কুড়িটি ক্লাস হবে। এইদিন অনলাইন ও অফলাইন মিলে কলেজের বি. এড এবং এম. এড মিলে মোট ১৫০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। কলকাতার রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস এবং সাংস্কৃতিক কেন্দ্রের শ্রীমৎ স্বামী জ্ঞানলোকানন্দজী মহারাজ অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে উপস্থিত থেকে অনুষ্ঠানে সভাপতিত্ব করে শিক্ষার মূল্যবোধ বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন। বালুরঘাট বি. এড কলেজের অধ্যক্ষা ড. ববি মহন্ত অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলকাতার রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস এবং সাংস্কৃতিক কেন্দ্রের শিক্ষার মূল্যবোধ বিষয়ের উপর সার্টিফিকেট কোর্সের কোঅর্ডিনেটর ব্রজ কিশোর ঘোষ, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. দেবব্রত মিত্র, কলকাতার বাবা সাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সোমা বন্দ্যোপাধ্যায় ( অনলাইন ) প্রমুখ ব্যক্তিরা শিক্ষার মূল্যবোধ বিষয়ের উপর মূল্যবান বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *