নিজস্ব সংবাদদাতা, মালদা :–আতশবাজির খেলা নয়। বিদ্যুৎতের তার পুড়ে বিপত্তি। আগুন ফুলকির ঝলকানি। ঘটনা মালদার হবিবপুর ব্লকের মধ্যেমকেন্দুয়া এলাকায়।হঠাৎই বিদ্যুতের ট্রান্সফরমায় আগুন ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার বুলবুলচন্ডী অঞ্চলের মধ্যমকেন্দুয়া গ্রামে, শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাত।এলাকার গ্রাম পঞ্চায়েতের সদস্য জানান মালদা নালাগোলা রাজ্য সড়কের পাশে,মধ্যমকেদুয়া এলাকায়। গতকাল সন্ধ্যা নাগাদ হঠাৎ বৃষ্টির মধ্যে দাউ দাউ করে জ্বলতে থেকে ট্রান্সফরমার আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। যদিও বর্ষার কোন দুর্ঘটনা না ঘটলেও অল্পের জন্য রক্ষা পাই এলাকাবাসী।এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হঠাৎই বিদ্যুতের ট্রান্সফরমায় আগুন ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার বুলবুলচন্ডী অঞ্চলের মধ্যমকেন্দুয়া গ্রামে।

Leave a Reply