নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার::-– আলিপুরদুয়ারের মাদারিহাট বীরপাড়া ব্লকের দলগাঁও রেল স্টেশন থেকে ডলোমাইট সাইডিং অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার দাবিতে সরব হলেন ভয়েস অব বীরপাড়া নামে অরাজনৈতিক একটি সংগঠন। এই সংগঠন তৈরি করার পরই আন্দোলনে নেমেছে বীরপাড়ার মানুষজন। সাইডিং সরানোর দাবিতে সংগঠনের তরফে মঙ্গলবার বিকালে বীরপাড়া শহরে বিশাল মিছিল বের করা হয়। ওই মিছিলে কয়েক হাজার মানুষ অংশনেন। ওই মিছিলটি বীরপাড়া শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এদিন মিছিল শেষে দলগাঁও রেল স্টেশন ম্যানেজারকে এই দাবিতে স্মারকলিপিও দেওয়া হয় বলে জানা যায়।
ডলোমাইট সাইডিং অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার দাবিতে বিক্ষোভ।

Leave a Reply