রতুয়া ১ ব্লকের চাঁদমনি ২ গ্রাম পঞ্চায়েতের বাটনা জেএমও সিনিয়র হাই মাদ্রাসায় পরিচলন সমিতি গঠন করল তৃণমূল।

নিজস্ব সংবাদদাতা, মালদা— রতুয়া- দীর্ঘদিন ধরে নিজেদের মধ্যে বিবাদ। আর সেই বিবাদ মিটিয়ে বিদ্যালয়ের পরিচালন সমিতির গঠন প্রক্রিয়া সম্পন্ন হল। রতুয়া ১ ব্লকের চাঁদমনি ২ গ্রাম পঞ্চায়েতের বাটনা জেএমও সিনিয়র হাই মাদ্রাসায় পরিচলন সমিতি গঠন করল তৃণমূল। ১৭ জন সদস্যদের সাথে নিয়ে মঙ্গলবার গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রায় দেড় বছর আগে এই বিদ্যালয়ের পরিচালন সমিতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। সবকটি আসনে জয় হাসিল করেছিল তৃণমূল। তবে কে হবে সভাপতি সম্পাদক তা নিয়ে তৃণমূলের সদস্যদের মধ্যে বিবাদ চলছিল। মঙ্গলবার নিজেদের মধ্যে সেই বিবাদ মিটিয়ে এই গঠন প্রক্রিয়ার সম্পন্ন হয়। অনন্ত উল্লাসে গঠন প্রক্রিয়া সম্পন্ন করলো তৃণমূল। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আগামী দিন এই পরিচালন সমিতি কাজ করবে বলে জানাচ্ছে নব গঠিত পরিচালন সমিতির সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *