নিজস্ব সংবাদদাতা, মালদা—মালদহে আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেফতার। বৈষ্ণবনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে বেআইনি আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে পাকড়াও করল বৈষ্ণবনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুষ্কৃতীর নাম বিনয় মন্ডল, বাড়ি বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর কানাইটোলা এলাকায়। এদিন সে কৃষ্ণপুর চামা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় বৈষ্ণবনগর থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একটি সেভেন এমএম পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড কার্তুজ। তাই এদিনই ধৃতকে ১০ দিনের পুলিশি হেপাজত চেয়ে পেশ করা হয়। ধৃতকে বৃহস্পতিবার দুপুরে মালদহ জেলা আদালতে পেশ করে দশ দিনের পুলিশি হেফাজাতে আবেদন জানানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ।
আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে পাকড়াও করল বৈষ্ণবনগর থানার পুলিশ।

Leave a Reply