নিজস্ব সংবাদদাতা, মালদা–-ফ্লিপকার্ট ডেলিভারি হাবের শাটার কেটে, কোপালসেবল গেট ভেঙে ভয়াবহ চুরির ঘটনা ঘটাল দুষ্কৃতীরা।সিসিটিভি ভাঙচুর করে হাতিয়ে নিয়ে গেল ডেলিভারির জন্য রাখা মোবাইল সহ অন্যান্য দামি দামি জিনিসপত্র। দুষ্কৃতীরা চুরি করে পালানোর সময় লোহার ক্যাশ লকার ভেঙে সঙ্গে করে নিয়ে যায় বলে খবর। বুধবার সাত সকালে এই ঘটনা জানাজানি হতেই জোর চাঞ্চল্য ছড়াল পুরাতন মালদার নারায়াপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন ১২নং জাতীয় সড়ক এলাকায়। ঘটনায় ফ্লিপকার্ট ডেলিভারি হাবের তরফে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে বলে।
কোপালসেবল গেট ভেঙে ভয়াবহ চুরি।

Leave a Reply