মালদার মানিকচকে নৌকা পারাপারে মিলছে না অনুমতি কপালে চিন্তার ভাঁজ মাঝিদের।

0
185

নিজস্ব সংবাদদাতা, মালদা:– নৌকা পারাপার বন্ধ আর্থিক অনটনে মাঝিরা। মালদার মানিকচকে নৌকা পারাপারে মিলছে না অনুমতি কপালে চিন্তার ভাঁজ মাঝিদের।কোন এক অজানা কারণে দীর্ঘদিন ধরেই মানিকচক ঘাট থেকে রাজমহল পর্যন্ত নৌকা পরিষেবা বন্ধ দাবি স্থানীয় মাঝিদের। কারণ জানতে প্রশাসনিক দরবারে বারবার আর্জি দিয়ে মিলছে না কোন সুরাহা। ফলে আর্থিক ক্ষতির মুখে কয়েকশো মাঝি। কিভাবে দিন গুজরান হবে কপালে চিন্তার ভাঁজ মাঝিদের।

মালদা জেলার মানিকচক গঙ্গার ঘাট দুই রাজ্যের সন্ধি স্থল। বাংলা ও ঝাড়খন্ড রাজ্যকে জুড়েছে এই গঙ্গা নদী। ফলে দুই রাজ্যের প্রতিদিনের যোগাযোগ মাধ্যম বলতে রয়েছে একটি লঞ্চ পরিষেবা যা নির্ধারিত সময় মত চলে। বাকি যাত্রীরা নৌকা পরিষেবা নিয়ে পারাপার করেন। তবে বর্তমানে মাঝিদের প্রশ্ন কবে মিলবে নৌকা পারাপারের অনুমতি? অন্যদিকে মাঝিদের অভিযোগ নৌকা পরিষেবা বন্ধ থাকার দরুন লঞ্চ পরিষেবায় নির্ধারিত ভাড়ার থেকে অনেক বেশি ভাড়া নেওয়া হচ্ছে যাত্রীদের কাছ থেকে। লঞ্চ পরিষেবায় যাত্রীরা কোন কারনে সময় মত লঞ্চ ধরতে না পারলে দীর্ঘক্ষন অপেক্ষা করতে হচ্ছে ফলে যাত্রীদের অসুবিধের সম্মুখীন হতে হচ্ছে।মাজিদের দাবি শীঘ্রই পূরণ হোক এবং পুনরায় নৌকা পারাপার বহাল করুক প্রশাসন এই আরজি মাঝিদের মুখে এখন শুধু দেখার বিষয় কবে চালু হচ্ছে মানিকচক ঝাড়খন্ড ফেরি ঘাটে নৌকা পারাপার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here