সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতারিত হলেন পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার গুমাই গ্রামের বাসিন্দা সুপ্রিয়া বর্মন।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার গুমাই গ্রামের বাসিন্দা সুপ্রিয়া বর্মন। পেশায় একজন গৃহবধূ। সুপ্রিয়া অভিযোগ ফেসবুক সোশ্যাল মিডিয়াতে তিনি দেখেন বেসরকারি এক ব্যাংকে কর্মী নিয়োগ হবে এই সংক্রান্ত একটি পোস্ট। নজরে আসতেই নিচে থাকা নম্বর দেখে ফোন করেন তিনি। ফোন করতেই তাকে প্রথমে ফর্ম ফিলাপের জন্য ৩০০ টাকা চাওয়া হয়।এরপর তাকে দেওয়া হয় কনফার্মেশন লেটারের জন্য চাওয়া হয় ২৫০০ টাকা। এরপর হোয়াটসঅ্যাপে পাঠানো হয় জয়েনিং লেটার। এরপর বায়োমেট্রিক করার নাম করে চাওয়া হয় ৭২০০ টাকা। কোন ক্ষেত্রেই যাতে সন্দেহ না হয় সেক্ষেত্রে দেওয়া হয়ে ছিল জয়েনিং লেটারও।
এরপর এন ও সি পেপার বের করার জন্য চাওয়া হয় ৬০ হাজার টাকা। পরে সেটা কমিয়ে চাওয়া হয় ১৫ হাজার টাকা করা হয়। এরপর ওই গৃহবধুর সন্দেহ হয় তিনি যোগাযোগ করেন এবং পরিবারের সাথে পাঁশকুড়ার বেসরকারি ওই ব্যাঙ্ক শাখায় যোগাযোগ করেন । এরপর ব্যাংক কর্তৃপক্ষ জানায় এটা পুরোটাই ফেক। এরপর পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই প্রতারিত গৃহবধূ সুপ্রিয়া বর্মন, ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পাঁশকুড়া থানার পুলিশ, প্রসঙ্গত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতারণার ঘটনা রাজ্যজুড়ে অব্যাহত, রাজ্য সরকার থেকে শুরু করে রাজ্য প্রশাসনের তরফ থেকে একাধিক কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষকে সচেতন করলেও এখনো মাঝেমধ্যেই উঠে আসে অসচেতনতার চিত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *