পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কয়েক দিনের অতি ভারী বৃষ্টিপাতের ফলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার শিলাবতী নদীর জল বেড়ে যাওয়ার কারণে গড়বেতা ১ নম্বর ব্লকের ২ নম্বর সন্ধিপুর অঞ্চলের রাজবল্লভপুরে শিলাবতী নদীর উপরে অস্থায়ীভাবে পারাপারের জন্য তৈরি করা হয়েছিল বাঁশের সাঁকো, কিন্তু কয়েকদিন আগে জলের স্তরে ভেঙে যায় ওই বাঁশের সাঁকোটি, এরপর গ্রামবাসীদের উদ্যোগে গত শনিবার থেকে মেরামতের কাজ চলছিল,আজ অর্থাৎ রবিবার সেই কাজ চলাকালীন হঠাৎই জলের তোড়ে বাঁশের সাঁকোর মাঝ অংশ ভেঙে যায়, যার ফলে কর্মরত অবস্থায় জলে পড়ে যায় ২০ থেকে ২২ জন গ্রামবাসী, এরপর কিছু জন ব্যক্তি সাঁতরে নদীর পাড়ে উঠলেও বেশকিছু ব্যাক্তিকে নৌকাও করে উদ্ধার করা হয়, ঘটনায় ১২ জন জখম হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে আরও জানা যায়, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গড়বেতা থানার অধীনে থাকা সন্ধিপুর ফাঁড়ির পুলিশ গিয়ে গোটা ঘটনা খতিয়ে দেখে।