নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:-আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কাদম্বিনী রহস্য মৃত্যুর ঘটনার বিক্ষোভ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। আরজি করের ডাক্তারির পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় এদিন বালুরঘাট শহরে বিক্ষোভ মিছিল করে বাম বামফ্রন্টের আরএসপি মহিলা সংগঠন নিখিল বঙ্গ মহিলা সংঘ, যুব সংগঠন বিপ্লবী যুব ফ্রন্ট এবং ছাত্র সংগঠন পি এস ইউ। মিছিল শেষে বালুরঘাট থানা মোড়ে অবস্থিত মঙ্গল পান্ডে স্মৃতি সৌধের সামনে বিক্ষোভ সভা করে আরএসপির মহিলা, যুব, ছাত্ররা। এদিনের বিক্ষোভ ও র্যালি থেকে একটাই বার্তা দেওয়া হয় অতিসত্বর যেন দোষীরা উপযুক্ত শাস্তি পায়।
আরজি করের ডাক্তারির পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় এদিন বালুরঘাট শহরে বিক্ষোভ মিছিল করে বাম বামফ্রন্টের আরএসপি মহিলা সংগঠন নিখিল বঙ্গ মহিলা সংঘ।

Leave a Reply