মানবাধিকার সংগঠনের তরফে আরজিকর কাণ্ডের তীব্র ধিক্কার জানিয়ে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- মানবাধিকার সংগঠনের তরফে আরজিকর কাণ্ডের তীব্র ধিক্কার জানিয়ে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি সংগৃহীত হয় মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কার্জন গেট চত্বর এলাকায়। বিভিন্ন প্রতিবাদী ভাষা, এবং দোষীদের শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশে সামিল হয় রাজনীতির বাইরে বিভিন্ন সংগঠনের মানুষজন। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফে ডক্টর বিশ্বনাথ চক্রবর্তী সরকারের গাফিলতির কথা স্পষ্ট উল্লেখ করে বলেন, সরকার চাইলেই প্রকৃত আরও যারা দোষী সামনে আসবে। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *