নিজস্ব সংবাদদাতা, মালদা—-মালদা তে আরজিকর মেডিকেল কলেজের ঘটনার জের, মালদা মেডিকেল কলেজের নিরাপত্তা বিশেষ করে ডাক্তারি পড়ুয়া ও চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে মালদা জেলা প্রশাসন ভবনে বৈঠক ডাকা হয়। শুক্রবার বৈঠক উপস্থিত ছিলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া, পীযুষ সালুঙ্খে, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, মালদা মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল পার্থপ্রতিম মুখার্জি সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আরো অন্যান্য আধিকারিক। আর জি করের ঘটনার প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি মালদা মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীরা ঘটনায় যুক্ত দোষীদের কঠোর শাস্তির পাশাপাশি তাদের সুরক্ষার নিশ্চিতের দাবিতে কয়েকদিন ধরে লাগাতার আন্দোলনে সামিল। ছাত্র ছাত্রীদের সেই দাবি মত জেলা প্রশাসনের উদ্যোগে মালদা জেলা প্রশাসন ভবনে বৈঠক ডাকা হয়। সেখানে নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা হয়। মেডিকেল কলেজের সমস্ত সিসিটিভি ঠিক রয়েছে কিনা বা আরও কতগুলি সিসিটিভির প্রয়োজন তা বিস্তারিত আলোচনা করা হয়।