শুক্রবার বিকেলে বিজেপির মহিলা মোর্চা এবং যুব মোর্চার বিক্ষোভ কর্মসূচি কে ঘিরে ধুন্ধুমার মেদিনীপুর শহরে। কার্যত রণক্ষেত্রের চেহারা নিলো এইদিন মেদিনীপুর শহরের কেরানিতলায়।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- শুক্রবার বিকেলে বিজেপির মহিলা মোর্চা এবং যুব মোর্চার বিক্ষোভ কর্মসূচি কে ঘিরে ধুন্ধুমার মেদিনীপুর শহরে। কার্যত রণক্ষেত্রের চেহারা নিলো এইদিন মেদিনীপুর শহরের কেরানিতলায়। পুলিশের সাথে ব্যাপকভাবে ধ্বস্তাধ্বস্তির মাঝে পড়ে যায় পুলিশের ডিএসপি পদমর্যাদার এক আধিকারিক। ঘটনাস্থলে অতিরিক্ত জেলা পুলিশ সুপার উপস্থিত। পুলিশের সাথে ব্যাপক গন্ডগোল বিজেপি কর্মীদের। বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী পারিজাত সেনগুপ্ত যুব মোর্চার সভাপতি আশীর্বাদ ভৌমিক সহ কয়েকজন কর্মীকে আটক করে কোতোয়ালি থানার পুলিশ।
এছাড়াও ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির তরফে ঘাটালের বিধায়ক শীতল কপাটের নেতৃত্বে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে অবরোধ কর্মসূচি পালন করা হয়। অবশেষে মুখ্যমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *