হিলি ব্লক যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে আজ ১৬ই আগস্ট শুক্রবার সকাল দশটা থেকে ত্রিমোহিনী প্রতাবচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাজ্যব্যাপী খেলা হবে দিবস উদযাপিত হচ্ছে। যার অঙ্গ হিসাবে হিলি ব্লক যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে আজ ১৬ই আগস্ট শুক্রবার সকাল দশটা থেকে ত্রিমোহিনী প্রতাবচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন হিলি সমষ্টি উন্নয়ন আধিকারিক চিরঞ্জিত সরকার, হিলি পঞ্চায়েত সমিতির সভাপতি সরস্বতী সরকার মন্ডল, হিলি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মিহির কুমার সরকার ,হিলি ব্লক যুব আধিকারিক মৃগাঙ্গ রায় পাশাপাশি নিরঞ্জন শীল, বীথিকা ঘোষসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন । এই এক দিবসীয় নক আউট ফুটবল টুর্নামেন্টে ফাইনালে কালিবাড়ি মাতাইশ ৫/৪ গোলের ব্যবধানে হিলি থানাকে পরাজিত করে । খেলা শেষে জয়ী ও বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা ।এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্লক যুব আধিকারিক
মৃগাঙ্গ রায় কি প্রতিক্রিয়া দিলেন শুনবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *