আট থেকে আশি সবাই এক বাক্যে আওয়াজ তুললেন দোষীরদের ফাঁসি।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – তিলোত্তমার মৃত্যুর প্রতিবাদে আট থেকে আশি সবাই এক বাক্যে আওয়াজ তুললেন দোষীরদের ফাঁসি। ডাক্তার ছাত্রীর নৃশংস মৃত্যু যারা ধামাচাপা দিতে চাইছিল তারা গুনাহাক্ষরে ও টের পায়নি এইভাবে এত বড় প্রতিবাদের আকার ধারণ করবে পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ তথা সারা বিশ্ব জুড়ে। কথায় বলে ধর্মের কল বাতাসে নারে, ঠিক তেমনি মধ্যবিত্ত দর্জি পরিবারের মেধাবী মেয়েটিকে বিকৃতি কামনা বিশিষ্ট বুদ্ধির শ্রেষ্ঠ যে সকল মনুষ্যরা অসহ্য যন্ত্রণা নিয়ে তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে তার বিরুদ্ধে বাঙালি প্রতিবাদ করবে না এই ভাবাটাই ছিল তাদের মূর্খতা। কর্মস্থলে মহিলা ডাক্তারের এইভাবে মৃত্যু বীরল থেকে বিরলতম এমনই আখ্যা দিয়েছেন অভিজ্ঞ ডাক্তার মহল। তাই আপামর সাধারণ মানুষ থেকে শুরু করে ডাক্তার, উকিল, অভিনেতা, নাট্যকার খেলোয়াড়, যে যে পেশায় আছে একটু সময় বার করে প্রত্যেকেই নিজ নিজ দৃষ্টিভঙ্গিমায় প্রতিবাদে মুখর হয়ে উঠেছে। বাদ যাইনি ৮ থেকে ৮০ বছরের নাগরিক ও। তেমনই রাখি বন্ধনের দিনে রাখি বন্ধন কে আহবান জানিয়ে তিলোত্তমার মৃত্যুর দোষীদের উপযুক্ত কঠোর শাস্তির দাবিতে সাঁকরাইল চতুর্ভুজ কাটির এলাকার মহিলারা হামারি পুল এলাকায় জলন্ত মোমবাতি হাতে নিয়ে গর্জে উঠলেন, উই ওয়ান্ট জাস্টিস এই ধ্বনিতে। ডাক্তার ছাত্রীর নৃশংস মৃত্যুর হত্যাকারীদের উপযুক্ত কঠোর শাস্তি এবং রাস্তাঘাটে, কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তার দাবিতে সোচ্চার হল প্রতিবাদী মহিলা কণ্ঠস্বর। যদিও কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছে এই মৃত্যুর প্রকৃত দোষীদের খোঁজার। সিবিআই এর উপর পূর্ণ আস্থা রেখে তদন্ত যাতে বেশি দেরি না হয় দ্রুত যাতে দোষীরা শাস্তি পায় তার জন্য সি বি আই এর কাছে আবেদন জানালেন প্রতিবাদী মহিলারা। প্রায় দুই থেকে তিন কিলোমিটার পথ পরিক্রমা করলেন প্রতিবাদী মহিলারা জ্বলন্ত মোমবাতি হাতে নিয়ে। রাখি বন্ধনের দিনের সন্ধ্যায় চতুর্ভুজকাটি এলাকায় আকাশে বাতাসে মহিলা কণ্ঠস্বরে এক বাক্যে ধ্বনিত হল উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস ¡

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *