দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বংশীহারী, দক্ষিণ দিনাজপুর:–বুনিয়াদপুরে অবস্থিত মহকুমা আদালতের সরকারি কর্মীরা এবারে পথে নামল নির্যাতিতার অভয়ার সুবিচারের আশায়। মহকুম আদালতের সরকারি কর্মীরা কর্মবিরতি পালন করে মঙ্গলবার সকাল থেকে দুপুর দুটো পর্যন্ত। মূলত তাদের একটাই দাবি অতিসত্বর ডাক্তারি পড়ুয়া কে যারা খুন করেছে তাদের অবিলম্বে শাস্তি দেওয়া হোক এবং সেই সঙ্গে ফাঁসির সাজা যেন হয়, সেই বিচারের আশায় রয়েছে আদালতের সমস্ত সরকারি কর্মীরা। এই বিষয়ে মহাকুমা আদালতের সরকারি কর্মী দুলাল সরকার কি জানালেন শুনে নেব।
পথে নামল নির্যাতিতার অভয়ার সুবিচারের আশায়।

Leave a Reply