সংবর্ধনা জ্ঞাপনের পাশাপাশি আগামী ৩রা সেপ্টেম্বর সারা পশ্চিমবাংলা জুড়ে আর জি কর কান্ডে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে, সরকারি শিক্ষা বাঁচানোর অঙ্গীকার নিয়ে যে মহা মিছিলের ডাক।

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মঙ্গলবার ছাত্র সংগঠনের AIDSO পশ্চিম মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলার পক্ষ থেকে কলকাতার আরজিকরের নৃশংসতা ঘটনার বিচার চেয়ে এবং সরকারি শিক্ষা রক্ষার দাবিতে মেদিনীপুর কলেজ সম্মুখে নেতাজি মূর্তির পাদদেশে ৩ রা সেপ্টেম্বর কলকাতা চলোর আহ্বান জানিয়ে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। পাশাপাশি এইদিন গত ১৬ ই আগস্ট ছাত্র সংগঠনের AIDSO’র পক্ষ থেকে সাধারণ ছাত্র ধর্মঘটের ডাকে সাধারণ ছাত্র ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে স্কুল কলেজ ইউনিভার্সিটি বয়কট করলে সেই ধর্মঘটকে বানচাল করার জন্য তৃণমূলের গুন্ডাবাহিনী ও প্রশাসন পুলিশি হামলা নামিয়ে আনে এবং মেদিনীপুর কলেজের ছাত্র সহ ১৪ জন ছাত্র-ছাত্রীদের গ্রেফতার করেছিল। সেই সমস্ত সংগ্রামী ছাত্র বন্ধুদেরকে সংবর্ধনা দেওয়া হয় এইদিন । এই সভায় সংগঠনের কর্মীসমর্থক রা ছাড়াও সাধারণ ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেছেন, অভিনন্দন জানিয়েছেন। সংবর্ধনা জ্ঞাপনের পাশাপাশি আগামী ৩রা সেপ্টেম্বর সারা পশ্চিমবাংলা জুড়ে আর জি কর কান্ডে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে, সরকারি শিক্ষা বাঁচানোর অঙ্গীকার নিয়ে যে মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে তাকে সর্বত্ভাবে সফল করার আহ্বান জানান AIDSO র সর্বভারতীয় সম্পাদক মন্ডলী সদস্য এবং পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি মনিশংকর পট্টনায়ক। এছাড়াও সভায় বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ রাজ্য সহ সভাপতি বিশ্বরঞ্জন গিরি, উত্তর সাংগঠনিক জেলার জেলা সভাপতি সিদ্ধার্থ শংকর ঘাটা। তিনি গ্রেফতার হওয়া ছাত্র বন্ধুদের পক্ষে আন্দোলনকে তীব্রতর করার আহ্বান রাখেন। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক তনুশ্রী বেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *